এটিএন বাংলা ডেস্ক:
বাংলা নববর্ষ উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে সকাল ৯টা ৩০ মিনিটে বগুড়ার পৌর পার্ক থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘ম্যাক্সকোলা বৈশাখী মেলা ১৪২৪’। ঘন্টা বাজিয়ে বেলুন উড়িয়ে শুরু হবে এ আয়োজন। অনুষ্ঠানে থাকবে মঙ্গলপত্র পাঠ, লাঠি খেলা, বাউল নাচ, দলীয় নৃত্য, মোরগ লড়াই, আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ, নাটকের গান, যাত্রার গান, লালনের গান, জারি গান, পুতুল নাচ, নাগর দোলা সহ ঐতিহ্যবাহী নানা পরিবেশনা। বগুড়া থিয়েটার আয়োজিত ‘ম্যাক্সকোলা বৈশাখী মেলা ১৪২৪’ প্রযোজনা করবেন রাসেল মাহমুদ।