ফেনীর ছাগলনাইয়ায় ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে এক ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফেনীর ছাগলনাইয়ায় ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে এক ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, কিছুদিন আগে ওই নারীকে ধর্ষণ করেন একই ইউনিয়নের ফজলুল করিম প্রকাশ বাবু নামের এক ব্যক্তি। ব্যাপারটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সবুজসহ অন্যান্যরা সালিশ-মীমাংসার মাধ্যমে ব্যাপারটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরে নির্যাতিতা নারী ছাগলনাইয়া থানায় ফজলুল করিম প্রকাশ বাবুকে প্রধান আসামি এবং ওই ইউপি সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।