
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভারপাসসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার পর মসজিদে মসজিদে দোয়া এবং সকল উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শনিবার ফিলিস্তিনের জন্য আমাদের শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
তিনি বলেন, ইজরায়েল যেভাবে হাসপাতাল হামলা করে নারী-শিশুদের হত্যা করেছে, আমরা একটা নিন্দা জানিয়েছি। আমাদের কথা হচ্ছে, দ্রুত এটা বন্ধ করতে হবে। ফিলিস্তিনিরা তাদের ন্যায্য জায়গা যেন ফেরত পায়, যে জায়গাগুলো দখল করছে তাদের দিতে হবে। সেখানে শুধু মুসলমান নয়, খ্রিষ্টান, ইহুদি অনেকেই ছিল, যারা মারা গেছেন। আমি অনুরোধ করব আগামী শুক্রবার সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যেন জুমার পরে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করা হয়। নিহতদের প্রতি শোক জানাতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্ব নেতাদের একযোগে ভূমিকা রাখার আহ্বানও জানান।