
এটিএন বাংলা ডেস্ক:
কড়া নিরাপত্তার মধ্যে ফিলিপাইনে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু। এরইমধ্যে নির্বাচনি সহিংসতায় ৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় থেকে ভোট শুরু হয়েছে। ১০ কোটি জনসংখ্যার এ দেশটিতে মোট ভোটার সংখ্যা প্রায় ৫ কোটি ৫০ লাখ। এ ভোটের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেটর ও ১৮শ স্থানীয় কর্মকর্তা বেছে নেয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা।
এর আগে শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এক মেয়র প্রার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে অবাধ ও ভীতিমুক্ত পরিবেশে ভোটদান নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলো কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে। বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে ১ লাখের বেশি পুলিশ। নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মোট ৫ জন। তবে এ নির্বাচনে ৭১ বছর বয়েসি রোডরিগো ডুটের্টের জয়ের সম্ভাবনা রয়েছে।