
এটিএন বাংলা ডেস্ক: ফিলিপাইনে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে আঘাত হানা টাইফুন মেলরের আঘাতে একজন মারা গেছেন। বিধ্স্ত হয়েছে বহু ঘরবাড়ি।
তবে মঙ্গলবার সকালের দিকে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ঝড়টি। এরপর মধ্য ফিলিপাইন এলাকা পার হয়ে যায়।
এ পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ মানুষকে দুর্যোগপ্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ফিলিপাইনের সরকারী আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়টি দুর্বল হয়ে মধ্য রমব্লন দ্বীপ পেরিয়ে গেছে।
তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মাছ ধরার ট্রলার কিংবা জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে টাইফুনের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে ব্যাপক বন্যার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
স্থানীয়ভাবে ‘নোনা’ নামে পরিচিত টাইফুনটির প্রভাবে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে। ২০১৩ সালে দেশটিতে আঘাত হানা টাইফুন হাইয়ানের গতিপথ ধরে এগুচ্ছে মেলর। হাইয়ানের আঘাতে ওই সময় ৮ হাজার মানুষের প্রাণহানি হয়। প্রতি বছরে কমপক্ষে ২০টি বড় ধরনের ঝড়ের কবলে পড়তে হয় ফিলিপাইনকে।