ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি

এটিএন বাংলা ডেস্ক: ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে এসেছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাজে পারফরম্যান্সের জন্য দিনের পর দিন বাংলাদেশের অবস্থান নিচের দিকে নামছে। লাল-সবুজদের বর্তমান অবস্থান ১৭৮।

তবে শীর্ষ স্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই সঙ্গে অপরিবর্তিত রয়েছে বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, জার্মানি, স্পেন ও ব্রাজিলসহ পরের ৫০তম স্থানে থাকা দলের দেশের অবস্থান।