প্রভাতী সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’

এটিএন বাংলা ডেস্ক:

কর্মব্যস্ত জীবনে এক টুকরো ফুরসতেও সুরের মূর্ছনা মানুষের হৃদয়ে শীতল পরশ বুলিয়ে দেয়। দিনের শুরুতে হালকা মেজাজের সঙ্গীত মানুষের কাজের স্পৃহা বাড়িয়ে দেয় কয়েক গুন। সব ধরনের শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে এটিএন বাংলায় প্রতিদিন সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হয় প্রভাতী সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, আধুনিক গান এবং উচ্চাঙ্গ সঙ্গীত। একেক দিন এক ধরনের গান দিয়ে সাজানো হয় অনুষ্ঠান।

আজকের অনুষ্ঠানের শিল্পী সেলিম চৌধুরী। ফেরদৌস আরা বন্যার উপস্থাপনা এবং সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ১০ মে সকাল ৮.৩০মিনিটে।