প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জীবন্ত কিংবদন্তী রাষ্ট্রনায়ক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যৌথ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ষড়যন্ত্র করে তারা রাজনীতিকে নষ্ট করেছে। সিলেটের এমসি কলেজের ধর্ষকদের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা অপকর্মের সাথে জড়িত – তারা কোন দলের পরিচয় বহন করতে পারে না।