প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার কি না জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার কি না জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রাজশাহীর সেই বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া সোমবার সকালে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির বিষয়টি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে তোলেন।

আদালত এসময় পুলিশের সবশেষ পদক্ষেপ জানতে চান এবং ওই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি রাষ্ট্রপক্ষকে অবহিত করতে নির্দেশ দেন। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। তার হুমকির ওই ভিডিও ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায় বিএনপি নেতা চাঁদ জনসভায় বলছেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।’চাঁদের বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার বিবৃতিতে দিয়ে ওই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বিএনপির নেতা চাঁদের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ’ দাবি করে দলীয় প্রধানকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ।