
রিয়েলিটি শো ‘বিগ বস’ দিয়ে শোবিজে হাতেখড়ি, এরপর চলতি বছরেই অভিষেক হল বড় পর্দায়। বলিউড ভাইজান সালমান খানের হাত ধরে ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় নাম লেখান যা সদ্যই মুক্তি পায়। কিন্তু মুক্তির পর সেভাবে সাড়া ফেলতে পারেনি শেহনাজ গিলের প্রথম সিনেমা।
সিনেমা ব্যর্থ হলেও প্রথম ছবির পরই নিজের স্বপ্নপূরণ করে ফেললেন এ অভিনেত্রী। আর সে সুখবর নিজেই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।অভিনেত্রী জানান, মুম্বাইতে নিজের বাড়ি কিনেছেন তিনি। এই খবর জানাজানি হতেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছে তার মন্তব্যবাক্স। শেহনাজ়ের নতুন ঠিকানা, তাই নিজের বাড়ির অন্দরসজ্জা থেকে পরিচ্ছন্নতা নিয়ে একটু বেশিই খুঁতখুঁতে তিনি। তার বাড়ির স্নানঘর যাতে কোনও ভাবে অপরিষ্কার না হয়ে যায়, সে দিক মাথায় রেখেই আলাদা স্নানঘর করেছেন তিনি। যা অন্য কারও ব্যবহার করার অনুমতি নেই।
সম্প্রতি শেহনাজের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন সমাজমাধ্যম প্রভাবী ভুবন বাম। তাকে অভিনেত্রীর ভাই জানান, শেহনাজ নিজের ভাইকে পর্যন্ত তার বাথরুম ব্যবহার করতে দেন না।