প্রথমদল হিসেবে কোয়ার্টার ফাইনালে রদ্রিগেজরা

এটিএন বাংলা ডেস্ক:

কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে তারা।

এদিকে, হার দিয়ে এবারের মিশন শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। কোস্টারিকাকে ৪-০ গোলে হারিয়ে শেষ আটের আশা বাঁচিয়ে রাখলো স্বাগতিকরা।

রোজ বোল ক্যালিফোর্নিয়ায়, ম্যাচের ১২ মিনিটে কার্লোস বাক্কার গোলে লিড নেয় ফর্মে থাকা কলম্বিয়া। এগিয়ে থেকে প্যারাগুয়ের রক্ষণভাগে আক্রমণ আরো বাড়িয়ে দেয় কলম্বিয়া। ৩০ মিনিটে অধিনায়ক হামেস রদ্রিগেজ গোল করে ব্যবধান দ্বিগুন করেন।

প্রথমার্ধ শেষ করে ২-০ এ এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে আরো গোছানো ফুটবল খেলে রদ্রিগেজ-তোরেসরা। যদিও স্কোর বাড়াতে পারেনি তারা।

৭১ মিনিটে ভিক্টর আয়ালার গোলে প্যারাগুয়ে ব্যবধান কমালেও, সমতায় ফিরতে পারেনি। প্রথম ম্যাচে ড্র আর দ্বিতীয় ম্যাচে হেরে কোয়ার্টার ফাইনালের পথ অনেটাই কঠিন হয়ে গেলো প্যারাগুয়ের জন্য।