প্যারিসে পুলিশ-পরিবেশবাদী সংঘর্ষ, আটক ২০০

এটিএন বাংলা ডেস্ক: জলবায়ু সম্মেলনের আগে প্যারিসে পুলিশের সঙ্গে বামপন্থি পরিবেশ কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে দুশরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

আগের কয়েকটি জলবায়ু সম্মেলনের মতো এবারও সিদ্ধান্ত ঝুলিয়ে না রেখে কার্যকর সমঝোতায় পৌঁছানোর জন্য বিশ্বনেতাদের ওপর চাপ সৃষ্টি করতে, রোববার প্যারিসের মধ্যাঞ্চলীয় প্লেস দে-লা রিপাবলিকায় বামপন্থী পরিবেশবাদীরা বিক্ষোভ শুরু করলে, পুলিশ বাধা দেয়। এতেই বেঁধে যায় সংঘর্ষ। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পানির বোতল ও মোমবাতি ছুঁড়ে মারে।

জবাবে পুলিশ ছোঁড়ে- কাঁদানে গ্যাস আর ফাঁকা গুলি। প্যারিসে ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দ্য লা রিপাবলিকায় ফুল ও মোমবাতি জ্বালানো হয়েছিল। ছুঁড়ে মারার জন্য বিক্ষোভকারীরা সেই ফুল ও মোমবাতিই ব্যবহার করে।

জলবায়ু সম্মেলনের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুয়েভে। আর প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, বিক্ষোভকারী পরিবেশবাদীদের এমন আচরণ দুঃখজনক।