পেশ হচ্ছে দেশের সবচেয়ে বড় বাজেট

নিজস্ব প্রতিবেদক:

আসছে তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট। বৃহস্পতিবার সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী। বাজেটে আগের মতোই বহাল থাকছে প্যাকেজ ভ্যাট। চেষ্টা থাকছে বিনিয়োগ ,কর্মসংস্থান বাড়িয়ে উচ্চ প্রবৃদ্ধির সোপানে আরোহন করার চেষ্টা।

দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। টাকার অংকে তিন লাখ কোটি টাকার ওপরে।বড় স্বপ্ন আর বড় লক্ষ্যমাত্রার পথেই হাটতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এ যেন অনেকটা রবিঠাকুরের মতোই, কঠিনরেই ভালবাসলেন তিনি।

কিন্তু সত্য যে বড় কঠিন। অর্থনীতির এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা বিনিয়োগ। যা আটকে আছে দেশের মোট উৎপাদন বা জিডিপির ২৯ শতাংশের ঘরেই। আছে ব্যাংকে খাতে নানা অনিয়ম আর দূর্নীতি।

গতি নেই, সরকারের আয়ের মাধ্যম রাজস্ব আদায়েও। তারপরেও থেমে থাকতে রাজী নন অর্থমন্ত্রী । দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চান ৭.২% হারে, উচ্চ প্রবৃদ্ধির সোপানে।