‘পেট্রোল বোমা দিয়ে ব্যর্থ হয়ে এখন গুপ্ত হত্যা চালাচ্ছে’

পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়েও ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত জোট এখন গুপ্ত হত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত অক্টোবরে দুর্বৃত্তের হাতে নিহত কক্সবাজারের পেকুয়া উপজেলার আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন ফরায়েজীর পরিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে, প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্য কেউ নিহত হলে যতটা আলোড়ন হয়, আওয়ামী লীগের কেউ মারা গেল সেভাবে কেউ উদ্বেগ প্রকাশ করেনা।
এসময় প্রধানমন্ত্রী নিহত শাহাব উদ্দিন ফরায়েজীর পরিবারকে স্বান্তনা দেন। পরে গণভবনেই আওয়ামী লীগের পার্লামেন্টরী বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।