
নিজস্ব প্রতিবেদক:
আরেক দফা পরিবর্তন হয়েছে ঘুর্ণিঝড় রোয়ানুর কারণে পেছানো এইচএসসির পরীক্ষার তারিখ। ২৭ মে শুক্রবার অনুষ্ঠেয় ওই পরীক্ষাটি আগামী ১২ জুন রোববার হবে। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে’ ২৭ মে অনুষ্ঠেয় এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষাগুলো ১২ জুন অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, ১২ জুন সকালের পালায় অনুষ্ঠিত হবে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয়পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা।
আর বিকেলের পালায় অনুষ্ঠিত হবে , রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা।
উল্লেখ্য ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে ২২ মে রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ মে শুক্রবার সকাল ৯টায় পরিবর্তন কর হয়।
অপরদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার। এ পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়।