
স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ উঠার লড়াইয়ে শনিবার রাতে পৃথক ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
বাংলাদেশ সময় রাত ৯টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লাস পালমাস। অন্যদিকে রাত দেড়টায় বার্সেলোনার মুখোমুখি হবে গেটাফে।
৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গেই রয়েছে বার্সেলোনা। তবে গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। তাই শীর্ষে উঠার লড়াইয়ে নিজেদের প্রস্তুতিটা ভালভাবেই সেরে নিচ্ছেন নেইমার-সুয়রেজরা।
তাছাড়া ২০১১ সালের পর গেটাফের কাছে এখনো হারের লজ্জা পায়নি বার্সেলোনা। তাই জয়ের ব্যাপারে বাড়তি আত্মবিশ্বাসী বার্সা কোচ। অবশ্য এই ম্যাচে মাঠে থাকছেন না নির্ভার ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো ও ডগলাস।