পুষ্টিকর রান্নায় এসআই টুটুল

প্রচার- ০৮ নভেম্বর, বিকাল ৫টা ২০মিনিট
উপস্থাপনা- মুনমুন হক, পরিচালনা- রাসেল মাহমুদ।
বাঙ্গালী মাত্রই ভোজন রসিক। এটি বাঙ্গালীয়ানারই একটি অংশ। বাংলাদেশের রসনা বিলাসী মানুষ সব সময়ই বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দ্বারা মুগ্ধ হয়েছে। নতুন প্রজন্মের কম বেশি সবার মাঝেই নিত্য নতুন রান্নার পরিকল্পনা ব্যাপকভাবে সমাদৃত, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। সময়ের সাথে সাথে বাঙ্গালীর খাদ্যাভাস এবং খাদ্য তালিকাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। স্বাস্থ্য সম্মত খাবারের ধারণা থেকেই নির্মাণ করা হয়েছে রান্না বিষয়ক ভিন্ন ধরার অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’, চিনিগুড়া ও মিনিকেট চাল। খাদ্য ও পুষ্টিবিদ মুনমুন হক এর উপস্থাপনা এবং রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ (০৮ নভেম্বর) বিকাল ৫টা ২০মিনিটে এটিএন বাংলার পর্দায়।
Pustikor-Ranna-4
ভিন্ন ধারার এই অনুষ্ঠানে প্রাধান্য পাবে সব ধরনের আধুনিক রেসিপি। পাশাপাশি স্বাস্থ্য সম্মত খাবারের অভ্যেস তৈরিতেও সহায়তা করবে অনুষ্ঠানটি। প্রতিটি অনুষ্ঠানে একজন করে সেলিব্রেটি রান্নায় অংশ নিয়ে থাকেন। দর্শকদের জন্য তিনিও তার পছন্দের একটি মজাদার রেসিপি রান্না করে দেখাবেন। আজকের পর্বের অতিথি-শিল্পী এসআই টুটুল।