
এটিএন বাংলা ডেস্ক:
বাংলাদেশ পুলিশ এর ২৫তম বিসিএস ব্যাচের বর্ষপূর্তি উপলক্ষে আজ (৫ নভেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘পুলিশ মেলা’। কিন্তুু অনুষ্ঠানটি স্থগিত করেছে পুলিশ কর্তৃপক্ষ। এ কারণে অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য এ অনুষ্ঠানটি আজ রাত ৮টা থেকে রাত ৯টা ৫০মিনিট পর্যন্ত এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করার কথা ছিল। অনুষ্ঠানে শিল্পী হিসেবে অংশগ্রহন করার কথা ছিল ফোক শিল্পী শাহনাজ বেলি, পপ তারকা মিলা এবং ক্লোজআপ তারকা রিংকুর।