
নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাস এবং জঙ্গিবিরোধী অভিযানের নামে পুলিশকে গ্রেপ্তার বাণিজ্য করার সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের।
শনিবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, জঙ্গিদের না ধরে বিরোধী দলের নেতা কর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে। ৫৪ ধারা নিয়ে আদালতের নির্দেশনা থাকলেও গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।
এছাড়া জঙ্গিদের আটকের পর জিজ্ঞাসাবাদ না করে ক্রসফায়ারের হত্যার মাধ্যমে আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে বলেও অভিযোগ তার।