
এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলায় আজ (১৯ মে, শুক্রবার) রাত ৮.৪৫ মিনিটে প্রচার হবে শুক্রবারের বিশেষ নাটক ‘ভয়’। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ (০১৯২৪৯৯৯৮৮২)। অভিনয় করেছেন- পাভেল ইসলাম, নাজিয়া হক অর্ষা, তালহা খান ও একটি বিশেষ চরিত্রে ইরফান সাজ্জাদ। ‘আরিয়ান তার স্ত্রী শায়নাকে নিয়ে অফিসের কাজে ঢাকার বাইরে যায়। রাস্তায় হঠাৎ গাড়ির ব্রেক নষ্ট হয়ে এক পথচারীকে মারাত্মকভাবে আহত করে আরিয়ান। ঝামেলা এড়াতে, ভয় পেয়ে সে সটকে পরে ঘনটাস্থল থেকে। কিন্তু ফিরে আসার পর থেকে এক আগন্তুক বারবার তার সামনে আসতে থাকে বিভিন্ন চরিত্রে। প্রচন্ড ভয় পেয়ে যায় আরিয়ান। কী করবে বুঝে পায়না। উপায়ন্তর না দেখে সে সব ঘটনা খুলে বলে শায়নাকে। এ কী তাহলে সেই আগন্তুক, যাকে রাস্তাায় আহত অবস্থায় ফেলে এসেছিলো ওরা!’