নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হবে ১২ অক্টোবর। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রাষ্ট্র ও আসামি পরে যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, মামলার স্যা-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সম হয়েছেন তারা। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আশাবাদী তারা।অন্যদিকে আসামি পরে আইনজীবী বলছেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সম হয়নি। রায়ে তারা খালাস পাবেন।