পানামাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

এটিএন বাংলা ডেস্ক:

লিওনেল মেসির হ্যাটট্রিকে কোপা আমেরিকায় ১ ম্যাচ বাকি রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামাকে তারা ৫-০ গোলে হারিয়েছে।

সোলিডার ফিল্ড, শিকাগোতে আর্জেন্টিনা-পানামা ম্যাচে সবচেয়ে গুরুত্বপুর্ন ঘটানা ছিলো দ্বিতীয়ার্ধে মেসির মাঠে নামা এবং হ্যাটট্টিক করা।

৬১ মিনিটে মাঠে নেমে, মেসি ২৭ মিনিট খেলেই ৩ গোল করেন। মেসির গোলের শুরুটা হয় ৬৮ মিনিটে। এরপর ৭৮ ও ৮৭ মিনিটে আরো ২ গোল করেন মেসি। ৯০ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে ব্যবধান বাড়ে আর্জেন্টিনার।

এরআগে ম্যাচে ৭ মিনিটে ওটামেন্ডির গোলে লিড নেয় আর্জেন্টিনা। এদিকে, ম্যাচের ৩১ মিনিটে চেসিস গোডয়ের লালকার্ডে ১০ দলে পরিণত হয় পানামা।