পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ঢাবি

এটিএন বাংলা ডেস্ক: একাত্তরে গণহত্যার জন্য নি:শর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক বলেন, পাকিস্তানের কোন বিশ্ববিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সম্পর্ক থাকবেনা, নতুন কোন সমঝোতা সই হবেনা, পুরনোগুলো স্থগিত থাকবে।

তিনি জানান, পাকিস্তানের কোন ছাত্রও ঢাবিতে ভর্তি হতে পারবেনা। তবে বর্তমানে কোন ছাত্র অধ্যায়নরত থাকলে তা শেষ করতে পারবে।

সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, জাতিসংঘ ও সার্ক থেকে তাদের বাদ দেয়া এবং ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধির বিচারের ব্যবস্থা নিতেও সরকারকে অনুরোধ জানানো হয়।