
এশিয়া কাপ ক্রিকেটের পরবর্তী আসর হবে ঢাকায়।
সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এই নিয়ে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজক হবে বাংলাদেশ। তবে এবারই প্রথমবারের মতো টুনামেন্টের ফরম্যাট পরিবর্তন করা হয়েছে।
ওয়ানডে ফরম্যাটের পরিবর্তে ম্যাচগুলো হবে টি-টোয়েন্টি। সম্ভাব্য সময় সূচিও ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ম্যাচগুলো হবার কথা রয়েছে।