‘পণ্যের মজুদ ও পরিবহণে চাদাবাজি নয়’

নিজস্ব প্রতিবেদক:

রমজানে পণ্য মজুদ ও পন্য পরিবহনে চাদাবাজি গোয়েন্দা নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে মতিঝিলে, ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আইনশৃংখলা সংক্রান্ত মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানে পন্যের দাম বাড়ার ক্ষেত্রে মজুদদারি প্রবণতা দায়ী।

তাছাড়া পণ্য পরিবহনকালে পথে পথে চাদাবাজির কারনেও জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব অপরাধ কঠোর হস্তে দমন করা হবে।