
নিজস্ব প্রতিবেদক:
প্রাপ্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ৮ম শ্রেণীতে হবে প্রাথমিক স্তরের সমাপনী পরীক্ষা এবং এর একটি নতুন নামও দেয়া হবে।
তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর ফলে উঠে যাচ্ছে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা।
মন্ত্রী বলেন, ‘আমরা চাই প্রাথমিক সমাপনী একটি হবে, আর তা অষ্টম শ্রেণিতে। অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে আমরা শিক্ষার্থীদের সনদ দেব।’
মন্ত্রিসভার সিদ্ধান্তে ২০০৯ সালে পঞ্চম শ্রেণীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রচলন শুরু হয়। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় জেএসসি পরীক্ষা।