নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন: আরও দু’জন গ্রেফতার ।

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বেগমগঞ্জের একলাসপুর থেকে সোহাগ ও নুর হোসেন রাসেলকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন। রোববার রাতে প্রধান আসামি বাদলসহ নয়জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা দায়ের করেন ওই নির্যাতিতা নারী।