নেইমার ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা

এটিএন বাংলা ডেস্ক: কোপা আমেরিকাকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। প্রত্যাশিতভাবেই দলে নেই নেইমার। এছাড়া, পারফরমেন্সের কারণে দলে জায়গা হয়নি মার্সেলো, থিয়াগো সিলভা, অস্কার ও কাকার।

পুরোপুরি নবীনদের নিয়ে কোপা আমেরিকা মিশনে নামতে যাচ্ছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন অ্যালিসন, দিয়াগো, এডারসন।

ডিফেন্ডার হিসেবে রয়েছেন মিরান্ডা, গিল, মারকুইনহস, রদ্রিগো, দানি আলভেস, ফিলিপ লুইস, ফাবিনহো এবং ডগলাস সান্তোস। মিডফিল্ডার হিসেবে রয়েছেন লুইস গুস্তাভো, এলিয়াস, অগুস্তো, কৌতিনহো, লুকাস লিমা, উইলিয়ান, কাসেমিরো ও রাফিনহা। এছাড়া, স্ট্রাইকার হিসেবে রয়েছেন ডগলাস কস্তা, হাল্ক, গ্যাবিগল ও রিকার্ডো অলিভেরা।

আর তাইতো তারণ্য নির্ভর এই দল নিয়ে বেশ খুশি ব্রাজিল।