নেইমারের জোড়া গোলে অ্যাঙ্গার্স স্পোর্টিং ক্লাবকে ৬-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই।

নেইমারের জোড়া গোলে ফরাসি লিগ ওয়ানে অ্যাঙ্গার্স স্পোর্টিং ক্লাবকে ৬-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। নিজেদের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজিকে সাত মিনিটে এগিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার ফ্লোরেন্সি। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিক দল স্কোরলাইন ৩-০ করে ব্রাজিলিয়ান সুপারস্টারের আরো এক গোলে। কোনঠাসা অ্যাঙ্গার্সের হয়ে চার মিনিট পর এক গোল শোধ করেন ইসমায়েল ত্রাওরে। পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখা থমাস টুখেলের দল ৫৭ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যায় ড্রাক্সলারের নৈপুন্যে। এরপর প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে গোল উৎসবে যোগ দেন ইদ্রিগা গেই আর এমবাপ্পে। তাতে ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে পিএসজি।