নেইমারকে গুনতে হলো ৩৫ কোটি টাকা জরিমানা

নেইমারকে গুনতে হলো ৩৫ কোটি টাকা জরিমানা

পরিবেশ আইন ভঙ্গের কারণে ফের জরিমানা গুনলেন নেইমার। বৃহস্পতিবার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে নেইমারের বাড়িতে নির্মাণকাজ স্থগিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সেই নির্দেশ অমান্য করায় শনিবার আবারও নেইমারকে জরিমানা করা হয়।

ব্রাজিলের রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে মাঙ্গারাটিবা এলাকায় নেইমারের বিলাসবহুল সম্পত্তিতে পরিবেশ ছাড়পত্র ছাড়াই নির্মাণকাজ চলছিল। পরিবেশ বিধি লঙ্ঘনের দায়ে সেই নির্মাণকাজ স্থগিত করে ১০ লাখ ডলার জরিমানা করা হয় বৃহস্পতিবার।

কর্তৃপক্ষের নিষেধের পরও নির্মাণকাজ বন্ধ না করে নেইমার সেখানে একটি পার্টির আয়োজন করেন। কর্র্তৃপক্ষ সেখানে গিয়ে আবারও আদেশ লঙ্ঘন এবং পরিবেশগত বিধি লঙ্ঘন করার প্রমাণ খুঁজে পেয়েছে।

আগামী সপ্তাহে সম্পূর্ণ তদন্ত শেষ হওয়ার পর নতুন জরিমানার অঙ্ক নির্ধারিত হবে। ফলে এক সপ্তাহের মধ্যে দুবার জরিমানা গুনতে হচ্ছে নেইমারকে।