নিজের মৃত্যু গুজবে যে প্রতিক্রিয়া জানালেন হিথ স্ট্রিক

সাবেক জিম্বাবুইয়ান তারকা হিথ স্ট্রিক মারা গেছেন, হঠাৎ করেই এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও পরবর্তীতে জানা যায়, তিনি মারা যাননি। কেউ তার নামে গুজব রটিয়ে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে। নিজেকে নিয়ে এমন ঘটনায় ব্যথিত বাংলাদেশের সাবেক এই কোচ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত হিথ স্ট্রিক। তার সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গা এই খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন; যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্ট্রিকের মৃত্যু নিয়ে ওলোঙ্গা পোস্টে লেখেন, ‘খুব দুঃখের সঙ্গে একথা জানাচ্ছি যে হিথ স্ট্রিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের জামানায় উনি কিংবদন্তি অলরাউন্ডার ছিলেন। আপনার সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত।’

জিম্বাবুয়ের জাতীয় দলের ক্রিকেটার শন উইলিয়ামস বলেন, ‘বলার মতো কোনো ভাষা নেই। আপনি ও আপনার পরিবার আমার জন্য যা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাকে অনেক ভালবাসি।’

জিম্বাবুয়ের ক্রিকেটারদের এমন সব পোস্টে সকলে বিশ্বাস করে বসেন যে হিথ স্ট্রিক মারা গেছেন। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও ফলাও করে সংবাদ প্রকাশ করে। তবে পরবর্তীতে স্ট্রিক নিজেই জানান তার মৃত্যুর খবর পুরোপুরি গুজব।

স্ট্রিক জানান, ‘মানুষের এই ধরনের গুজব ছড়ানোর আগে একটু সাবধান হওয়া উচিত। আমি আমার বাড়িতে ভালো আছি এবং ক্যানসার থেকে সেরে উঠছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সরব নন স্ট্রিক। যার ফলে তাকে নিয়ে ঘটে যাওয়া এত ঘটনা, তার জানতে বেশ সময় লেগে যায়। তবে জানা গেছে, সতীর্থের মৃত্যু নিয়ে গুজবের সৃষ্টি করা ওলোঙ্গা টুইটারে এমন কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন।