নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরূদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন। সকালে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন জেলা রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল আলম। মামলার বিবরণে বলা হয়, গত শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন শেষে সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন মজিবুর রহমান নিক্সন চৌধুরী। এছাড়া একজন সংসদ সদস্য হয়ে নির্বাচনী এলাকায় গিয়ে প্রভাব বিস্তার, সরকারী কর্মকর্তাদের হুমকি, গালমন্দ ও ভয়ভীতি দেখানোর কথাও এজাহারে উল্লেখ করা হয়। গত শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন শেষে নেতা-কর্মীদের নিয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী। এসময় প্রশাসনের বিরূদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন তিনি।