
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে এই সিরিজে বিশ্রাম দেওয়া তার জায়গায় নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক লিটন দাস।
১৫ সদস্যের এই দলে সাকিব ছাড়াও বিশ্রাম পেয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। তবে দলে রাখা হয়েছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারকে।
আগামী ২১ সেপ্টেম্বর হবে প্রথম ওয়ানডে, পরের দুটি ম্যাচ ২৩ ও ২৬ তারিখ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দলের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ