না.গঞ্জে ইমন হত্যায় চারজনের ফাঁসি

এটিএন বাংলা ডেস্ক: নারায়ণগঞ্জে রাকিবুল হাসান ইমন হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম মিয়াজীর আদালতে দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

২০১৪ সালের ২৯ জানুয়ারি বন্দর থানার মালিভিটা এলাকা থেকে নবম শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম ইমনকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।

ইমনের পরিবার মুক্তিপণের টাকা না দিতে পারায় অপহরণের ৩৫ দিন পর বাড়ির পেছনের ডোবা থেকে ইমনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে ইমনের পরিবারের সদস্যরা।