নাশকতার মামলায় ফখরুলের জামিন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পল্টন থানার নাশকতার এক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেয়েছেন। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিনি। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালত।

আদালতে জামিনের আবেদনের শুনানি করেন মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ। এ মামলার চার্জশিট আসা পর্যন্ত তিনি হাইকোর্টের জামিনে ছিলেন। ৩ মে মামলাটিতে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে আদালতে আলাদা দু’টি চার্জশিট দেয় পল্টন থানা পুলিশ। চার্জশিট আসার কারণে আজ নতুন করে জামিন নিলেন মির্জা ফখরুল।