
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে র্যাব এর এক সদস্যসহ ৫জনকে গ্রেপ্তার করেছে। র্যাব-১৩ এ কনস্টেবল পদে
কর্মরত হুমায়ূন কবিরকে শনিবার দুপুরে গ্রেপ্তার করেন বাহিনীরই ১১ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা।
তার সঙ্গে গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, মুন্সীগঞ্জের শাহিদা ও মো. আমজাদ এবং রংপুরের মো. মাহবুব ইসলাম ও মো. হাসানুজ্জামান ।
র্যাব ১১ এর অধিনায়ক আনোয়ার লতিফ খান বলেন, সোনারগাঁও উপজেলার মো. মহসিন নামে এক ব্যক্তির কাছ থেকে চার সহযোগীসহ হুমায়ূন চাঁদা হিসেবে এক লাখ টাকা আনতে গিয়েছিলেন। তখন তাদের গ্রেপ্তার করা হয়।