নাটক ‘বীরাঙ্গনা’

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলায় আজ (১৭ মার্চ) রাত ৮টা ৪৫মিনিটে প্রচার হবে লিটু সাখাওয়াত এর রচনা এবং সকাল আহমেদ এর পরিচালনায় নাটক ‘বীরাঙ্গনা’। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন মম। গল্পে দেখা যাবে মম বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর চিত্রনায়িকা। একটি গল্পে অভিনয় করবার জন্য তকে স্ক্রিপ্ট দেওয়া হয়। আর সেই গল্পটি হচ্ছে একজন সত্যিকারের বীরাঙ্গনার। নাটকে অভিনয়ের জন্য তাকে সত্যিকারের বীরাঙ্গনার সঙ্গে দেখা করতে হয়। কিন্তু গিয়ে বৃদ্ধ বীরাঙ্গনাকে দেখে রীতিমতো অবাক হয়ে যান তিনি। কিন্তু কেন অবাক হন?