নাটক আলাল দুলাল চতুর্থ পত্র

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলায় আজ (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৫মিনিটে প্রচার হবে নাটক ‘আলাল দুলাল চতুর্থ পত্র’। মীর সাব্বিরের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, সুমাইয়া শিমু, আহসানুল হক মিনু এবং মীর সাব্বির।

এক মেঘলা রাতে আলাল দুলাল রাস্তায় ঘুরতে নামে। পথিমধ্যে বৃষ্টি নামে। সেখানে একটি মেয়ের সাথে দেখা হয়। মেয়েটির গাড়ী নষ্ট হওয়াতে সে বিপদে পড়্ িেববাদগ্রস্থ নারীকে বাঁচাতে আলালা-দুলাল এগিয়ে আসে। যথাক্রমে বৃষ্টিকে নিয়ে মজার মজার ভাবনার জন্ম হতে থাকে। আলাল-দুলাল বৃষ্টির প্রেমে মোহাচ্ছন্ন হয়। আলাল-দুলালের স্বপ্ন ও বিভ্রম নিয়ে এবারের গল্প আলাল দুলাল চতুর্থ পত্র।