নজরুল জয়ন্তীতে এটিএন বাংলার আয়োজন

এটিএন বাংলা ডেস্ক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মদিন উপলক্ষে এটিএন বাংলা আজ (২৫ মে) প্রচার করবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৭টা ৩০মিনিটে প্রচার হবে প্রভাতী ম্যাগাজিন ‘চায়ের চুমুকে’র বিশেষ পর্ব। এ পর্বের অতিথি সঙ্গীত শিল্পী তানভীর আলম সজীব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফাইজা খান, পরিচালনা-শম্পা মাহমুদ ও নবুয়াত রহমান। সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’ এর বিশেষ পর্ব। এ পর্বে সঙ্গীত পরিবেশন করেছেন ফেরদৌস আরা ও খায়রুল আনাম শাকিল। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান। সকাল ১০টা ৩০মিনিটে প্রচার হবে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘পরদেশী মেঘ’, পরিচালনা- নাহিদ রহমান। দুপুর ১২টা ১০মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বিরহে বিদ্রোহী’ পরিচালনাঃ নবুয়াত রহামান। দুপুর ১২টা ৪৫মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শিউলীমালা’ চিত্রনাট্যঃ মোবাশ্বোরা খানম, পরিচালনাঃ সাইদুল আনাম টুটুল। বেলা ৩টা ১০মিনিটে ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রাক্ষুসী’ পরিচালনা- মতিন রহমান। রাত ০৮টায় প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রুমঝুম বাজে’ পরিচালনা- নাহিদ রহমান। রাত ৮টা ৪০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ঘুমের ঘোরে’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন রাশেদুল হাসান শেলী। পরিচালনা- আবদুস সামাদ খোকন। এ নাটকে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আহসান হাবিব নাসিম, সাবেরি আলম প্রমুখ। এছাড়াও রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে ক্যামব্রিয়ান এডুকেশন গ্র“প নিবেদিত বিশেষ টেলিফিল্ম। নজরুল জয়ন্তীর অনুষ্ঠান উপভোগ করতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়।