ধারাবাহিক নাটক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলায় মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’। মুরাদ পারভেজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকটি বাংলাদেশের প্রথম ইলেক্ট্রনিক মিডিয়া ভিত্তিক নাটক, যাতে একটি বেসরকারি এফএম রেডিও স্টেশনের একদল রেডিও জকি এবং কর্মক্ষেত্রে তাঁদের নানাবিধ জটিলতা, পার¯পারিক অন্ত:কোন্দল ও ব্যক্তিগত জীবনের টানাপড়েনের কাহিনি, প্রেম, অভিসার প্রাধান্য পেয়েছে। মিডিয়া সংস্কৃতি ও পরিবেশ এবং মিডিয়া কর্মীদের লাইফ স্টাইল এতে ফুটে উঠেছে। ধারাবাহিকটিতে অভিনয় করেছেনঃ শ¤পা রেজা, ঝুনা চৌধুরী, চিত্রলেখা গুহ, খালেকুজ্জামান, সোহানা সাবা, ইরফান সাজ্জাদ, রুকসানা আলী হিরা, সুমনা সোমা, ইউসুফ রাসেল, সুস্মি আহসান সহ আর অনেকেই।

আজ (২৩ মার্চ) প্রচার হবে ধারাবাহিকটির ১৮তম পর্ব।
এ পর্বের কাহিনী-
মেয়েটাকে কি বিয়ে করে ঘরে তুলে আনল আসাদ? (আসাদুল ইসলাম)। নইলে সুবর্ণার (সোনিয়া সুবর্ণা) সব শাড়ি কেন দিয়ে দিচ্ছে তাকে? তবে কি সত্যিই ডিভোর্স হচ্ছে তাদের? রেডিওতে নতুন আসা অরিন (জোহরা ইতিশা), শশীকে (রকসানা হিরা) অন্য একটি রেডিও স্টেশানে যাওয়ার অফার দেয় যেখান থেকে সে নিজেই সদ্য বরখাস্ত হয়ে এসেছে। কিন্তু কেন? শায়েরকেই (আরমান শায়ের)বা কেন তিথি নামের মেয়েটা স্টেশানে এসে থাপ্পড় মেরে গেলো?
সব কৌতূহলের জবাব এটিএন বাংলায়। রেডিও জকি এবং কতিপয় গল্পে।