
এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলায় আজ (১৭ মে) রাত ৮টা ৪০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’। মুরাদ পারভেজের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, শম্পা রেজা, চিত্রলেখা গুহ, সোহানা সাবা, আহসান হাবিব নাসিম, ইরফান সাজ্জাদ, ইউসুফ রাসেল, সুমনা সোমা, খালেকুজ্জামান, রোকসানা হিরা, সুসমী আহসান প্রমুখ।
আজ প্রচার হবে ধারাবাহিকটির ৪০তম পর্ব। আজকের পর্বে দেখা যাবেÑ কাকলীর আর সাতক্ষীরা যাওয়া হয়ে উঠে না, কারন ঢাকায় এসে গেছে প্রদীপ সরকার। তাদের ঠাই হয় সূর্বনার বাড়িতে। মিথ্যে বলতে বলতে হাপিয়ে যাওয়া কাকলী প্রদীপকে পেয়ে রোমান্টিক সময় পার করতে থাকে। রবি নদীকে বিয়ে করতে রাজি হওয়ায় মাতিয়ার মনে সংশয় আবির কি তাহলে তার সকল প্লান জেনে গেছে! সে ছেলের কাছে মুখ দেখাবে কি করে? নদী আর আবির কে বিদেশের টুরে পাঠাবার জন্য ব্যাস্ত হয়ে উঠে সে।
অন্যদিকে নদী খবর পায় রবিকে টাকা দিয়ে কিনে নিয়েছে আবির। মাতিয়া দোটানায় দুলতে থাকে এবং নদীকে আর.জে হিসেবে তৈরি হতে বলে।
আবির কেন ভাড়া করল রবিকে, কোন নতুন খেলা আবার এটা?
প্রদীপ আর কাকলী কি তাহলে সুর্বনার বাসায় স্থায়ী বসবাস শুরু করে দিল? সূবর্ণা কি মেনে নিবে এটা?