
এটিএন বাংলা ডেস্ক:
এটিএন বাংলায় আজ (১১ মে) রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘প্রহেলিকা’। সিচুয়েশনাল কমেডি নির্ভর এই ধারাবাহিকটি রচনা করেছেন আহসান হাবিব। পরিচালনা করেছেন বিক্রম খান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শামীমা তুষ্টি, মাজনুন মিজান, ফারুক আহমেদ, শফিকুল দিলু, বরুণ প্রমুখ।
একটি অফিসের বিভিন্ন ধরনের মজার কর্মকান্ড নিয়ে আবর্তিত হয়েছে ধারাবাহিকটির গল্প। যেই অফিসের বস তৌকীর আহমেদ। অফিসের এই স্মার্ট, ব্যাচেলর বসের রয়েছে সুন্দরী পিএস শামীমা তুষ্টি। অন্য কোন কলিগ নয় স্বয়ং বসই তুষ্টির প্রতি দূর্বল। কিন্তু ব্যাপারটি বস নিজের ভেতরেই রাখেন, কখনও তা প্রকাশ করেন না। কারন তিনি বস হিসেবে নিজেকে অনেস্ট রাখতে চান। অফিসের অন্যান্য স্টাফদের মধ্যে রয়েছেন ফারুক আহমেদ, মাজনুন মিজান, শফিকুল দিলু, বরুণসহ আরও অনেকে। যারা প্রতিদিন অফিসে এসেই কোন না কোন অঘটন ঘটায়। আর এসব ঘটনার সমাধান করদে গিয়ে প্রতিদিনই অফিসের বসকে রীতিমতো হিমশিম খেতে হয়। প্রতিদিন অফিসে এসেই তাকে বিভিন্ন ঝামেলার সমাধান করতে হয়। এসব ঝঞ্ঝাট মোকাবেলা করতে গিয়ে কোন ফুরসত মেলে না তার। সুন্দীর পিএস এর সঙ্গে দু’দন্ড কথা বলাও হয়ে ওঠে না। উল্টো কর্মচারীদের নিয়ে শঙ্কায় থাকতে হয় তাকে, কেননা কখন কি অঘটন ঘটে। তৌকীর আহমেদের অফিসের প্রতিদিনের মজার মজার ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে এগিয়ে চলে প্রহেলিকা ধারাবাহিকের গল্প।