
আজ থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে ধারাবাহিক নাটক আয়নাঘর। মাসুম রেজার রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, আল মনসুর, শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, অপূর্ব, নাদিয়া, অহনা, আমব্রিন, সাব্বির আহমেদ প্রমুখ। ধারাবাহিকটি সোম থেকে বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে এটিএন বাংলার পর্দায়।