দেশ ধ্বংসের চেষ্টা করছে দুই থেকে তিন রাজনৈতিক দল

দেশ ধ্বংসের চেষ্টা করছে দুই থেকে তিন রাজনৈতিক দল

বাংলাদেশকে ধ্বংস করার জন্য দুই থেকে তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মঙ্গলবার (২ মে) নির্বাচনী প্রচারণায় পথসভায় শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য দুই থেকে তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। সেসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। তাদের ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করবে এবং ছিন্নভিন্ন করে দিবে। আপনারা শক্তি হিসেবে আমাদের সঙ্গে কাজ করবেন, এটাই আমার বিশ্বাস। একমাত্র শেখ হাসিনার আমলে উন্নয়ন সম্ভব।

আনিসুল হক বলেন, বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে ঘর দিচ্ছে। আপনারা যদি তার হাতকে শক্ত করে এবং নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। তাহলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।