দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির দিন দিন আরো অবনতি হচ্ছে। নাটোরের সিংড়ার শোলাকুড়ায় ভাঙন কবলিত এলাকা দিয়ে পানির প্রবল স্রোত অব্যাহত থাকায় নদীগর্ভে বিলিন হয়ে গেছে বাঁশঝাড়, আম-লিচুর বাগান ও ফসলী জমি। হুমকির মুখে পড়েছে অসংখ্য বাড়িঘর। তবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিকে, নওগাঁর রানী নগর, আত্রাই ও মান্দা উপজেলার ১৬টি ইউনিয়নের প্রায় দেড়শ’ গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ। সিরাজগঞ্জেও সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। এছাড়া যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার এবং কাজিপুরের মেঘাইঘাট পয়েন্টে ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।