‘দেশবাসী যেন এক নিরাপত্তাহীন অন্ধকার গুহায় বাস করছে’

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক হত্যাকাণ্ডকে ‘সিরিয়াল কিলিং’ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশবাসী যেন এক নিরাপত্তাহীন অন্ধকার গুহায় বসবাস করছে। চারিদিকে ভয়, শঙ্কা আর আতঙ্ক নিয়েই দেশের মানুষ এখন অনিশ্চিত জীবনযাপন করছে।

চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু এবং নাটোরের খ্রিষ্ঠান পল্লীতে মুদি দোকানী সুনীল দ্যনিয়েলকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করেছেন বিএনপি প্রধান।

সোমবার এক বিবৃতিতে উদ্বেগ, ক্ষোভ এবং নিন্দা জানিয়ে তিনি বলেন, এ বর্বর হত্যাকাণ্ড, কাপুরোষোচিত এবং অমানবিক পশুপ্রবৃত্তির সামিল।

সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে সিরিয়াল কিলিং শুরু হয়েছে। সরকার জঙ্গীদের তৎপরতা দমনের পরিবর্তে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে দায়িত্বের সমাপ্তি ঘটাচ্ছে।

পরিস্থিতি উত্তরণে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহবান জানান খালেদা জিয়া।