
স্বামী, সংসার, মেয়েকে নিয়ে সুখের ঘরকন্যা করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর থেকেই বেছে বেছে সিনেমা করছেন আনুশকা। তবে এরমাঝেই সুখবর পাওয়া গেলো ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছেন বলিউড গ্ল্যামারাস অভিনেত্রী আনুশকা শর্মা। উৎসবের ‘ওমেন ইন ফিল্ম’ বিভাগে আমন্ত্রণ পেয়েছেন তিনি।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন কান উৎসবে আনুশকাকে আমন্ত্রণের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
আগেরবার কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য ছিলেন দীপিকা। কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর।
সম্প্রতি ফরাসি রাষ্ট্রদূত আনুশকা শর্মা ও বিরাট কোহলির সঙ্গে ছবি দিয়ে লেখেন, ‘বিরাট কোহলি ও আনুশকা শর্মার সঙ্গে সাক্ষাৎ করে দারুণ লাগল। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা তাদের আগামী টুর্নামেন্টের জন্য। আর আনুশকাকে শুভেচ্ছা তার কান চলচ্চিত্র উৎসবের জন্য।’
১৭ মে থেকে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব। সেখানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে। সেই পুরস্কার প্রদান করবেন আনুশকা ও হলিউডের খ্যাতনামী অভিনেত্রী কেট উইনসলেট। ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব।