
এটিএন বাংলা ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়ং-স্যাম মারা গেছের। স্থানীয় সময় ভোরে দেশটির রাজধানী সিউলের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় : স্যাম দীর্ঘদিন ধরে জটিল রক্ত সংক্রমণে ভুগছিলেন। এরমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি।
রোববার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ইয়ং-স্যাম ১৯৯৩ থেকে ১৯৯৮ মেয়াদে দেশের সপ্তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
কয়েক দশক ধরে সামরিকতন্ত্রবিরোধী আন্দোলনের জন্য তাকে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা বলে মনে করা হয়।
বারবার সেনাঅভ্যুত্থানে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ায় ইয়ং-স্যামের মাধ্যমেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ধারায় ফিরেছিল।