জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বড় ধরনের জনসমাবেশে। আটক করা হয়েছে ৩ নেতাসহ ২০ জনকে। জরুরি অবস্থা কার্যকরের পর সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। থাই রাজা মহা ভাজিরালংকর্নের দেশে ফেরাকে কেন্দ্র করে বুধবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে রাজধানী ব্যাংকক। বিরোধীরা থাইল্যান্ডের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি রাজার ক্ষমতা কমানোর দাবি জানায়। দাবি উঠে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঝার পদত্যাগেরও।