তুরস্কে সেনা অভ্যুত্থানচেষ্টাঃ নিহত ৬০, ৭৫৪ সেনা আটক

এটিএন বাংলা ডেস্কঃ

তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত এবং ৭৫৪ জন সেনাকে আটক করা হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাতোলিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর ২৯ জন কর্নেল ও পাঁচজন জেনারেলকে অপসারণ করা হয়েছে বলেও জানিয়েছেন তুর্কির একজন কর্মকর্তা  ।

গতকাল শুক্রবার গভীর রাতে তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থানের চেষ্টা চালালে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) শত শত সমর্থক রাস্তায় নামে।

সেনাবাহিনীর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ চলে আঙ্কারা ও ইস্তাম্বুলে। এছাড়াও প্রেসিডেন্ট ভবনের কাছে চালানো হয় বিমান হামলা।  পার্লামেন্টের কাছেও বিস্ফোরিত হয়বোমা ।

এর মধ্যেই দেশটিতে ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে উমিত দুনদারকে নিয়োগ দেওয়া হয়েছে।